• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

নির্বাচন

কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

কালুখালীতে উত্তাপ বিহীন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে

  • ''
  • প্রকাশিত ০১ মে ২০২৪

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদে। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৮ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১০ সালে প্রতিষ্ঠিত কালুখালী উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের মে মাসের ১৯ তারিখে। সেসময় আওয়ামীলীগ সমর্থিত, আওয়ামীলীগের বিদ্রোহী, বিএনপি, বিএনপির বিদ্রোহী ও জামায়াতের প্রার্থীরা অংশগ্রহণ করে। সেই নির্বাচনে কাজী সাইফুল ইসলাম আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী এ্যাডঃ সিদ্দিকুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত কাজী শারমিন আক্তার টুকটুকি নির্বাচিত হয়েছিলেন।

২০১৯ সালের ১৮ জুন নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী সাইফুল ইসলাম ভোট গ্রহনের দিন নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ান। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলিউজ্জামান চৌধুরী টিটো ৩৭ হাজার ২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মোছাঃ ডলি পারভীন নির্বাচিত হন।

তবে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে না আসা, সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক প্রার্থী না হওয়ায় শক্ত প্রতিদ্বন্দ্বী আভাস মিলছে না বলে জানান বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ। তারা বলছেন ভোটের মাঠ উত্তাপ বিহীন হতে যাচ্ছে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। অপরদিকে পার্শ্ববর্তী পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।

এবারের নির্বাচনে যারা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তারা হলেন বর্তমান চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, মোঃ এনায়েত হোসেন, এ বি এম রোকনুজ্জামান ও মোঃ মাসুদুর রহমান।

এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী আলিউজ্জামান চৌধুরী টিটো তার বিজয় প্রায় সুনিশ্চিত। মোঃ এনায়েত হোসেন ভাইস চেয়ারম্যান হিসেবে গত ৫ বছর দায়িত্ব পালন করায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে, এ বি এম রোকনুজ্জামান গত ইউপি নির্বাচনের আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে পেয়েছিলেন ২৭৫ ভোট তবে এবার উপজেলা পরিষদ নির্বাচনে তিনিও ট্রাম্পকার্ড হতে পারেন, মোঃ মাসুদুর রহমান নতুন মুখ হিসেবে কতটুকু সুবিধা করতে পারেন সেটি দেখার বিষয়।

উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গিয়েছে মূল প্রতিদ্বন্দ্বী হতে পারে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে।

ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা মাহমুদ সুমন, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক ও মোঃ রেজাউল ইসলাম প্রার্থী হয়েছেন। তারা নিজেদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমীন আক্তার টুকটুকি, মোছাঃ ডলি পারভীন ও সাবেক বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছাঃ শিল্পী আক্তার প্রার্থী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, এবারের নির্বাচনে ৭টি ইউনিয়নে সর্বমোট ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৬৪৩ জন। পুরুষ ভোটার ৭০ হাজার ৬০৫ জন, নারী ভোটার ৬৭ হাজার ২৮ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ৭টি ইউনিয়নের মোট ৫০ টি কেন্দ্রে ৩০৬ টি স্থায়ী ও ১৫ টি অস্থায়ী সহ ৩২১ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads